অন্যান্য
জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর মাদকসেবনের দৃশ্য ধারনের চেষ্টা হাতে লাঞ্ছিত দুই টেলিভিশন সাংবাদিক।

জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলীর মাদকসেবনের দৃশ্য ধারনের চেষ্টা হাতে লাঞ্ছিত দুই টেলিভিশন সাংবাদিক।
মোঃ সালমান হোসেন সাগর
শরীয়তপুর জেলা প্রতিনিধি।
শরীয়তপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলের অফিসকক্ষে মাদকসেবনের দৃশ্য ধারন করায় লাঞ্ছিত করা হয়েছে দুই টিভি সাংবাদিককে। বৃহস্প্রতিবার (১৮ জুন) বিকাল ৫টার দিকে শরীয়তপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলের অফিস রুমে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের ও সরকারের শীর্ষ কর্মকর্তাদের অবহিত করে পালং মডেল থানায় রাত ১০টায় দিকে একটি অভিযোগ করেছেন ভুক্তভুগি সাংবাদিক। এ নিয়ে ঘটনার পর থেকে জেলার অনন্য সাংবাদিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে শরীয়তপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন শরীয়তপুর সদর ডোমসার ইউনিয়নে প্রায় দুই কোটি টাকা ব্যায় একটি গভীর নলকুপের পানির পাম্প নিমার্নাধিন অবস্থায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।এ নির্মানাধীন কাজের স্টিমেট চেয়ে নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান মৃদুলের কাছে ফোন দেওয়া হয়। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে তিনি অফিসে রয়েছে বলে সাংবাদিক মানিক মোল্যাকে ফোনে জানান। পরে ৫টার দিকে শরীয়তপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে গিয়ে দুইতলায় উঠে নির্বাহী প্রকৌশলী অফিস কক্ষে ঢুকেই সিগারেট খেতে দেখা যায় তাকে। পরে গাঁজার গন্ধ পেলে, এ সময় গাজি টিভির সাংবাদিক মানিক মোল্যা ওই মাদক সেবনের দৃশ্য ক্যামেরায় ধারন করার চেষ্টা করে।এঅবস্থায় সাংবাদিকএর হাত থেকে ক্যামারা ছিনিয়ে নিয়ে যায় প্রকৌশলী । এঘন্টার মত তার অফিসের কেচি গেট আটকে রাখে মারপিট করার হুমকি দেন। এ অবস্থায় জেলা প্রাশাসককে ফোন করলে তিনি তার পিয়ন দিয়ে তালা খুলে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন সাংবাদিকরা।
লাঞ্ছনার শিকার সাংবাদিকরা হলেন, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ এবং যুগ্ন সম্পাদক ও গাজি টিভির প্রতিনিধি মো. মানিক মোল্যা। লাঞ্ছিত করার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও পতিবাদ জানানো হয়েছে।